ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাতীবান্ধায় দুগ্ধ শীতলীকরণ  প্লান্ট কার্যক্রমের উদ্বোধন

হাতীবান্ধায় দুগ্ধ শীতলীকরণ  প্লান্ট কার্যক্রমের উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় দুগ্ধ শীতলকরণ প্লান্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বোর্ডের হাট বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে দুগ্ধ শীতলকরণ প্লান্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. নজরুল ইসলাম, পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর, রংপুর বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ফেরদৌস আলম, স্বাগত বক্তব্য রাখেন,হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান। উদ্যোগতা আব্দুল কুদ্দুস , প্রধান শিক্ষক জসিম উদ্দিন। খামারীদের পক্ষে বক্তব্য রাখেন, আহেদুল ইসলাম, আব্দুল কুদ্দুস ও আব্দুল কাদের প্রমুখ।

হাতীবান্ধা,এলডিডিপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত